লিকুইড ডিশ ওয়াশ ডেকে আনছে মারাত্মক বিপদ
খাওয়ার আগে বা পরে বাসন তো মাজতেই হয়। বিজ্ঞাপনী চটকে আজকাল প্রায় সব শহুরে বাড়িতেই বাসন মাজতে ব্যবহার করা হয় লিকুইড ডিশ ওয়াশ।
তেল চিটচিটে বাসন কিংবা পুড়ে যাওয়া কড়াইয়ের দাগ তুলতে প্রায় সবারই পছন্দ বাসন মাজার লিকুইড এই সাবান। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিপদ এখানেই। লিকুইড ডিশ ওয়াশের কেমিক্যাল ডেকে আনছে বড়সড় ক্ষতি।
বিশেষজ্ঞরা বলছেন, বাসন মাজার তরল সাবানে থাকে প্রচুর ক্ষতিকর রাসায়নিক। এই সাবানে ধোয়া বাসনে দীর্ঘদিন খেতে থাকলে বিপদ। বিশেষ করে যাদের অ্যালার্জি এবং র্যাশের সমস্যা আছে, তা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
অনেক রাসায়নিক চামড়ায় মিশে যায়। সেখান থেকে সরাসরি চলে যায় রক্তে। এভাবে আস্তে আস্তে শরীরে জমতে থাকে দূষিত পদার্থ। এ থেকে চামড়ার অসুখ, ঘুম ঘুম ভাব, মাথার যন্ত্রণা, ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের।
এছাড়া হার্টের সমস্যা, ফুসফুসের সংক্রমণ, চোখের সমস্যাও হতে পারে লিকুইড ডিশ ওয়াশ সাবান থেকে।
এ বিপদ থেকে বাঁচতে সাবানের বার ব্যবহার করা এবং যে সাবানই ব্যবহার করুন না কেন ভাল করে বাসন ধুতে হবে।
Related News
বিদেশগামীদের জন্য আরও ২১ ল্যাব
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃকরোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশযাত্রীদের জন্য সরকার আরও ২১টি বেসরকারি পরীক্ষাগারের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গেRead More
মাস্ক নিয়ে নতুন যা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রেসওয়াচ ডেস্কঃ ভ্যাকসিনের খবরে মাস্কের প্রতি আগ্রহ কমেছে মানুষের। অথচ করোনা মহামারি থেকে নিরাপদে থাকতেRead More