সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত

(বাসস) : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আজ অন্তত ১০ প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ টেলিফোনে বাসসকে বলেন, ‘১৭ প্রবাসী বাংলাদেশী শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস টায়ার ফেটে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, যাত্রীদের মধ্যে ১০ বাংলাদেশী নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন মারাত্মকভাবে ও ২ জন সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, গুরুতর আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, এসব বাংলাদেশী শ্রমিক একটি ক্যাটারিং সার্ভিসে চাকরি করেন। তারা দাম্মাম থেকে মদিনা যাচ্ছিলেন।
মসিহ বলেন, তিনি রিয়াদস্থ মিশন কার্যালয় থেকে ইতোমধ্যে নিহতদের সনাক্ত এবং আহতদের সহায়তা দিতে ২শ’ মাইল দূরবর্তী ঘটনাস্থলে মিশন কর্মকর্তাদের পাঠিয়েছেন।
Related News

এক বছরে পাঁচ হাজার প্রাণ ঝরেছে সড়কে: নিসচা
প্রেসওয়াচ রিপোর্টঃ ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৯৬৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেনRead More
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর মগবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবারRead More