এ্যাথলেট কমিশনের ১ম সভা অনুষ্ঠিত

মাহাবুবুর রহমান চঞ্চলঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের এ্যাথলেট কমিশনের ১ম সভা কমিশনের সভাপতি মিস জোবেরা রহমান লিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এ্যাথলেট কমিশনের কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে আগামী পবিত্র ঈদুল ফিতরের পর প্রাথমিক ভাবে অলিম্পিক ভুক্ত সকল জাতীয় ফেডারেশনের খেলোয়াড়দের নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় এ্যাথলেট কমিশনের কার্যক্রম সমন্ধে সকল খেলোয়াড়দের ধারনা প্রদান করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী বিশ্বের প্রায় সকল দেশের অলিম্পিক কমিটি-তে এ্যাথলেট কমিশন রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-কে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ্যাথলেট কমিশন গঠনের বিষয়ে একটি নীতিমালা প্রেরণ করে। এই কমিশনের মিশন ও উদ্দেশ্য নিম্ন রুপ :
উদ্দেশ্যঃ এনওসি এ্যাথলেটস কমিশনের মিশন হলো ক্রীড়াবিদদের মতামত উপস্থাপন করা এবং এনওসি’র মধ্যে তাদের মতামত দৃঢ়ভাবে ব্যক্ত করা।
লক্ষ্যঃ কমিশনের লক্ষ্যগুলো হলোঃ
১. ক্রীড়াবিদ সম্পর্কিত বিভিন্ন বিষয় সমূহ বিবেচনা করা এবং সে সকল বিষয়ে জাতীয় অলিম্পিক কমিটিকে পরামর্শ প্রদান;
২. খেলার মাঠ এবং খেলার মাঠের বাইরে ক্রীড়াবিদদের সুরক্ষা ও সমর্থনকারী উদ্যোগ গ্রহন এবং প্রকল্পগুলির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকা;
৩. ক্রীড়াবিদদের অধিকার ও স্বার্থের বিষয়ে সুপারিশ করা এবং প্রয়োজনে আন্তর্জাতিক কাউন্সিল অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এর সাথে ক্রীড়াবিদদের অধিকার আদায়ের জন্য অৎনরঃৎধঃড়ৎং নিয়োগ দেয়া।
৪. আইওসি এ্যাথলেটস কমিশনের সাথে যোগাযোগ বজায় রাখা।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More