বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২জন,আহত ৪জন

নুসরাত আহমেদ: ঢাকা-নারায়নগন্জ(পাগলা)পুরাতন সড়কের পাগলা এলাকায় আজ সকাল ১০টা ২০মিনিটে বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ২জন নিহত ও নারীসহ ৪জন আহত হন। নিহতরা হলেন আওয়াল(৫০),আলী হোসেন (৪৮)। আহতদের মধ্যে যাত্রী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে। ঢাকা – নারায়নগন্জ পুরাতন সড়কের পাগলা নৌ বাহিনীর ক্যাম্পের সামনে নারায়নগন্জ হতে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাসের( নারায়ানগন্জ – ব-১১-০০৫০)সঙ্গে ব্যাটারী চালিত নারায়নগন্জ গামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার ২যাত্রী নিহত হয়েছে। এ সময় গাড়ীতে থাকা ৩জন যাত্রী ও চালক আহত হয়েছে। দূর্ঘটনায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং আনন্দ বাস একটি ট্রাকের উপর তুলে দেয়ায় বাসের যাত্রীরা অল্পের জন্য জীবন রক্ষা পায়। ফতুল্লা মডেল থানার পুলিশের উপ পরিদর্শক রক্তিম ও মঈনুল হোসেন,তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে। তারা জনান আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ নারায়নগন্জ জেনারেল হাসপাতালের শবব্যবচ্ছেদ ঘরে পাঠানো হয়।
Related News
উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা করছে হ্যাকাররা
প্রেস ওয়াচ ডেস্কঃ ফেনীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা করছে হ্যাকাররা। ইতোমধ্যে হ্যাকিংRead More

প্রধানমন্ত্রীর অবতরণস্থলে বোমা মামলার রায়ে ১৪ জনের মৃত্যুদন্ড
ঢাকা, ২৩ মার্চ, ২০২১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জের কোটালিপাড়ায় হেলিকপ্টার অবতরণের স্থানেRead More