Main Menu

ঘনীভূত হচ্ছে সাইক্লোন ওমা : অস্ট্রেলীয় উপকূলে সতর্কতা

সিডনি, (বাসস ডেস্ক) : সাইক্লোন ওমা ঘনীভূত হয়ে তিন মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে বলে বুধবার অস্ট্রেলিয়া আবহাওয়া ব্যুরো জানিয়েছে।
বুধবার ওমার ঘন্টায় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ১৮৫ কিলোমিটার। বাতাসের এই গতি ক্যাটাগরি ১ হ্যারিকেনের প্রায় সমান। খবর এএফপি’র।
ঝড়টি এখন অস্ট্রেলিয়া উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে। এটি বর্তমানে নিউ ক্যালেডোনিয়া অতিক্রম করছে। এ প্রাকৃতিক দুর্যোগে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিনষ্ট হয়েছে অনেক সফল, উপড়ে গেছে বহু গাছপালা। এ দুর্যোগের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
মঙ্গলবার নিউ ক্যালেডোনিয়ার বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শক্তিশালী ঝড় আঘাত হানায় এ অঞ্চলের প্রায় ৩ হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং এতে টেলিকম প্রতিষ্ঠানের অনেক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের প্রভাবে ভানুয়াতুতে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখানে ধ্বংসস্তুপ অপসারণের প্রস্তুতি চলছে।


Related News