
তোমার সাথে দ্বন্দ্বের বীজ নেই,
নেই কোনো শত্রুতা তীক্ষ্ণ—
আমি যে পথিক স্বপ্নবাহী,
তবু কেন এই বিষণ্ণ?
আমি তো শিশির ভোরের ঘাসে,
নই তীক্ষ্ণ কাঁটার ধারা,
তবু কেন অবিশ্বাসে
আমার নামে দাও যন্ত্রণা?
আমি কি মেঘ—ছায়াহীন?
নাকি নিভু নিভু কোনো দীপ?
এক যুগেও বিবেকবন্দী, আলোহীন ,
তবু সন্দেহ রাখো সঞ্চিত?
আমি প্রেমের নদীর স্রোত,
শান্ত জল, নির্ভরতা,
তবু কেন তুফানের মতো
আনে খেয়ালি চঞ্চলতা?
স্বপ্নের সীমানা জানি আমি,
তবু চেয়েছি নীল আকাশ,
তাই বলি এসো, একসাথে গড়ি
ভালোবাসার সোনালী বাস।
হিংসার আগুন নিভিয়ে ফেলো,
আমি যে বৃষ্টি—শান্তি আনি!
আমার প্রেম উজ্জ্বল আলো,
দূরে যায়, তবু ফেরে জানি।
এসো তবে, হৃদয়খোলা
স্নিগ্ধতার পথেই হাঁটি,
তবেই গাঁথবে ভালোবাসা,
গাহিবো জয়ের গান খাঁটি!
তারিখ: ঢাকা ২৫ মার্চ ২০২৫ রাত তিনটা