নারীর মহিমা – ড. দিপু সিদ্দিকী 

নারীর মহিমা

ড. দিপু সিদ্দিকী

নারী মানে কোমলতা, নারী মানে দৃঢ়তা,

বুকের মাঝে জাগায় আশা, ভাঙে যত জড়তা।

নীরব সহ্যতায় সে পাহাড় সমান শক্তি,

তবু কণ্ঠে জাগে গান, হৃদয়ে থাকে মমতা অমৃতি।

 

জীবনের আঁধার ঘরে জ্বালে আলোর প্রদীপ,

সংগ্রামে হয় আগুন, শান্তিতে সে দীপ।

সন্তানের ভবিষ্যৎ গড়ে, সভ্যতার রূপকার,

তবু থেকেও অবহেলিত, বঞ্চিত অধিকার।

 

নারী শুধু নাম নয়, সে অদম্য এক প্রতীক,

তার মাঝে লুকিয়ে আছে সাহসিকতার ঠিক।

নারী জাগলে জাগে যুগ, বদলে যায় পথ,

নারী মহিমার চেতনা—অস্তিত্বের এক নতুন রথ।

 

২.

নারীর শক্তি

 

নারী শুধু মায়া নয়, আছে তেজের জ্বালা,

অশ্রুতে নয়, শক্তিতে সে রচনা করে মহাকাব্য লালা।

পড়ে ইতিহাস, জানে ধর্ম, যুদ্ধের রণকৌশল,

অধিকার দাবিতে তার কণ্ঠস্বর হয় বজ্রের মতো বল।

 

সংসারে সং সাজে, তবু মিথ্যে সে নয়,

স্বাবলম্বী স্বপ্নে তার নিজেরই পরিচয়।

পুত্র-কন্যা গড়ে তোলে জ্ঞানের আলোয় ভরা,

নিজের মর্যাদা রক্ষায় সে সদা প্রস্তুত, সজাগ ধরা।

 

অর্থনীতির চাকা ঘোরে তার ঘামের রক্তে,

নিজেকে সে গড়ে তোলে দৃঢ় সংকল্পে।

নারী শুধু রূপ নয়, সে শক্তির প্রতিমা,

অধিকার আর সম্মানে সে জ্বলে উজ্জ্বল জ্যোতিষ্কর শিখা।

 

 

Share: