বাহ্যিক ভাসাভাসি সৌন্দর্য নয়,
মস্তিষ্কের গভীরে যার আলো জ্বলে,
সে-ই টানে আমার মন, স্পর্শ করে,
যার চিন্তাগুলো জলের মতো স্বচ্ছ,
যার প্রশ্নগুলো ঝড়ের মতো জাগে।
আলোচনার প্রান্তে দাঁড়িয়ে দেখি,
যেখানে ধ্রুবতারারা ম্লান হয়ে যায়,
সেখানে যার যুক্তির ঝলকানি স্পষ্ট —
তার সঙ্গে চিন্তার বিনিময়ে মেলে
ভালোবাসার সূক্ষ্মতম অনুভূতির দানা।
অভিমান নয়, অহংকার নয়,
অতলান্ত জ্ঞানের বিশালতা,
মানুষের জটিলতা নিয়ে খেলতে পারে
যে মন, সেই মনের রেশ ধরে
আমার মস্তিষ্কের কোষগুলো নেচে ওঠে।
যে অন্ধকারে সবাই হারায়,
সেখানে যে আলো হাতে দাঁড়ায়,
শান্তভাবে জটিলতা ছেঁকে নেয় —
তাকে ভালো না লেগে পারে না মস্তিষ্ক।
যে গভীরতা ছুঁয়ে যায়, সেখানেই হৃদয়।
সেপিওসেক্সুয়াল প্রেম — অল্প নয়,
এ এক অনন্ত প্রবাহ, চঞ্চল রুদ্ধ নয়,
যেখানে শরীরের মোহ ক্ষণিক,
মেধার আলোয় জন্ম নেয় আকর্ষণ,
আর তাতেইপূর্ণ হয় প্রেমের সম্পূর্ণতা।