অধ্যাপক মজুমদার রয়েল ইউনিভার্সিটির নতুন ভিসি

স্টাফ রিপোর্টার:বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার রয়েল ইউনিভার্সিটির ভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন । গতকাল বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল এ নিয়োগ চূড়ান্ত করেন।এদিকে নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদারকে বরণ করে নেয়ার জন্য এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র ভাইস -চ্যান্সেলর-ডিনস ফোরাম (ভিসি-ডিপি)।

Chairman BoT RUD, valiant freedom fighter Dr HBM Iqbal is handing over the appointment letter to the honourable VC of RUD Professor Dr Abul Kashem Mozumder (Former Member – PSC, former Pro VC – BUP), today at Iqbal Center.-Daily Presswatch

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হল রুমে এই সম্মাননা প্রদান ও বরণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ইনচার্জ ও রেজিস্ট্রার ডঃ জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি-ডিএফ ফোরামের ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (ড.দিপু সিদ্দিকী)। বক্তব্য রাখবেন পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর রফিক উল্লাহ, ডিন সাইদুর রহমান খান,ডক্টর মলয় সরকার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জহরত আরা।

Share: