প্রেস ওয়াচ রিপোর্টঃমঙ্গলবার,১৭ মে,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ্ সেমিনারের ২৮৬তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন ও অনারারি প্রফেসর আবদুস সাত্তার দুলাল এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও গবেষক আবু সালেক খান ,ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফারজানা ইয়াসমিন, রাজশাহী থেকে ডা.মনোয়ার,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুম আব্দুল্লাহ,বি-বাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল বায়েজিদা ফারজানা ও নীলফামারী-জলঢাকা থেকে ফাতেমা-তুজ-জোহরা লিমা।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক ড. জেবউননেছা,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাহমুদা খানম মিলি ও টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সৈনিকলীগ এর সাংগঠনিক সম্পাদক সোনিয়া সিকদার এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসহায় মানুষের শেষ ভরসারস্থল।
আব্দুস সাত্তার দুলাল বলেন, আমদের দেশের রাজনীতি অনৈতিকতার শিকার।ফলে রাজনীতি থেকে ন্যায্য পাওনা জনগণ ভোগ করতে পারছেনা।
গবেষক আবু সালেক খান বলেন,জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে ১৫ বছর অক্লান্ত পরিশ্রম করে জনগণের মন জয় করে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের এদেশের মাটিতে বিচার করে শাস্তি নিশ্চিত করেছিলেন।
প্রশান্ত কুমার সরকার বলেন,বঙ্গবন্ধু ছিলেন আপাদমস্তক একজন জনসেবক।
আর্জিনা খানম বঙ্গবন্ধুর দুই কন্যার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করেন ।
অধ্যাপক ড. জেবউননেসা বলেন, আঠারোবার হত্যা চেষ্টাকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনা রাষ্ট্রের কল্যাণে নিজেকে এখনও নিয়োজিত রেখেছেন।সততাই তাঁর মূল চালিকাশক্তি ।
তিনি সততার শিক্ষা পেয়েছেন পরিবার থেকে।
দিপু সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর জীবন-দর্শন, নীতি,আদর্শ,কর্ম ও নেতৃত্বের বহুমাত্রিক গুণাবলী ধারণ করেছেন প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনা।
মাহমুদা খানম মিলি, নারী সম্পর্কে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর
নির্দেশিত পথ অনুসরণের আহ্বান জানান।
সেমিনারটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।