কমলাপুর রেলস্টেশনে কনটেইনারে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি কনটেইনারে আগুন লেগেছে।

শনিবার (৭ মে) বিকেল ৩টা ৪০মিনিটে দিকে আগুনের সূত্রপাত ঘটে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লেগেছে। বিকেল ৩টা ৪০মিনিটে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
Share: