প্রেসওয়াচ রিপোর্টঃ সোমবার,২মে,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ্ আলোচনা সভার ২৭২তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ভারতের টেলিভিশন ব্যক্তিত্ব ও কলামিস্ট পিনাকী ভট্টাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও গবেষক আবু সালেক খান,ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক কাজী ফারজানা ইয়াসমিন, রাজশাহী থেকে ডা.মনোয়ার,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিমরান ফেরদৌস ও নীলফামারী-জলঢাকা থেকে ফাতেমা-তুজ-জোহরা লিমা ।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেনইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার।

সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার সঙ্গে ঈদ আনন্দ সহভাগ করে নিতেন।
আবদুস সাত্তার দুলাল বলেন,বাংলাদেশের স্বাধীকার, স্বাধীনতা ও মুক্তি- এই শব্দগুলো ঘিরেই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি।
পিনাকী ভট্টাচার্য বলেন,বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করে দিয়ে বাঙালিকে সেই নিরন্তর লড়াই থেকে মুক্তি দিয়ে ভিন্ন লড়াইয়ের পথ দেখিয়েছেন। সেটি হলো আত্মমর্যাদা অর্জনের লড়াই, ক্ষুধাকে পরাজিত করার লড়াই।
গবেষক আবু সালেক খান বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠা করতে।
দিপু সিদ্দিকী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাঙালি জাতির স্বাধীনতা এবং মুক্তির জন্যে ভাবতেন।
ফাতেমা-তুজ-জোহরা লিমা বলেন, বঙ্গবন্ধু ছিলেন আপোষহীন নেতা।
সভাটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।
সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুম আব্দুল্লাহ।
জানিপপ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে, মঙ্গলবার ঈদের দিনে দুপুর ১২ টায় মুজিব শতবর্ষ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মদিন উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে এক বিশেষ্ আলোচনা সভার ২৭৩তম পর্ব অনুষ্ঠিত হবে।