লিটন দাসের কড়চানজরুল ইসলাম
কনচাইন দেহি কেমন লাগে,লিটন দাসের খেলা?কি কারণে, কিসের জোরেএই ঢেঁকিরে গেলা?লিটন দাসে, ভয় তরাসেধরছে যখন ব্যাট,খাটের পাশে মুখ লুকিয়েহাসছে মিনি ক্যাট।কানে তুলা, চোখে ধুলাপাপন স্যারে কয়,লিটন কেঠা?বাপের ব্যাটা,নাই তার কোন ভয়?আমি আছি কানা মাছিযাহাই খেলুক সে যে,আশায় আছি একদিন তাকেতুলব ঘষে মেঝে।লিটন কত ভাল ছেলেযায়না কারও ফ্লাটে,মাটি কামড়ে থাকতে চায়বাইশ গজের মাঠে।ঠাটে বাটে নয়তো কমলিটন বাবাজি,শুধু শুধুই পিছু নিচ্ছতোমরা পাপাজ্জি।কোটার কথা খোটার কথা,বলছ অবিরত,হিসেব নিকেশ বুঝে নিবেরাবিশ খবিশ যত।আসবে সুদিন, দেখব একদিনআশায় বাঁধি বুক,আঁধার কেটে আলোর ছটায়মিলবে মধুর সুখ।ঢাকা ২৭.১০.২০২১
নজরুল ইসলামঃকবি ও রাজনীতিবিদসতর্কীকরণঃ ইহা নিতান্তই স্যাটায়ার।