আগামী বছর ডেমরা-যাত্রাবাড়ী চার লেন সড়ক খুলবে

মাহবুব বাশারঃ

রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী চার লেন সড়ক আগামী বছরের মধ্যে খুলে দেওয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে সড়কটির নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 
এ সময় প্রকল্প এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন, নির্মাতা প্রতিষ্ঠান ও স্থানীয়দের সঙ্গে।

এ সময় মন্ত্রী বলেন, রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী চার লেন সড়ক ২২ সালের মধ্যে খুলে দেওয়া হবে।

২০১৯ সালের শুরুর দিকে অনুমোদন পায় ডেমরা-যাত্রাবাড়ী চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প। সার্ভিস লেনসহ প্রায় সাড়ে ৫ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের এ প্রকল্পে থাকছে ১১টি আন্ডারপাস, একটি সেতু ও একটি ফুট ওভারব্রিজ। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬৯ কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি শতকরা ৬০ ভাগ।
Share: