প্রেস ওয়াচ রিপোর্টঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকট নিরসনকল্পে আহ্বায়ক কমিটি গঠন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভায় এ কমিটি গঠন করা হয়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আহ্বায়ক অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় প্রায় এক বছর সময়কাল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের চলমান রাজনৈতিক বিবাদ নিরসনে অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিমকে আহ্বায়ক, নোয়াখালী হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে যুগ্ম আহ্বায়ক, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ্ খান সোহেল ও ডা. একেএম জাফর উল্ল্যাকে সদস্য করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ কমিটি আগামী এক মাসের মধ্যে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সংকট নিরসনে কাজ করবে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম সংকট নিরসনে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।