টাইমস-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তালেবান নেতা মোল্লা বারাদার

প্রেসওয়াচ ডেস্কঃ প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার। বুধবার প্রকাশিত ২০২১ সালের তালিকায় এই তালেবান নেতাকে ‘ক্যারিশমাটিক সামরিক নেতা’ এবং ‘গভীর ধার্মিক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

টাইমস-এর ২০২১ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় নেতাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রিন্স হ্যারি ও মেগান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোল্লা বারাদার প্রভাবশালী নেতাদের বিভাগে তালিকায় স্থান পেয়েছেন। যে তালিকায় রয়েছেন বাইডেন ও শি জিনপিং

সাময়িকীটি মোল্লা বারাদার সম্পর্কে লিখেছে, আগস্টে তালেবান যখন আফগানিস্তানে জয় পায় তা ছিল বারাদারের সমঝোতার ভিত্তিতে। ওই সময় তিনিই সব সিদ্ধান্ত নিচ্ছিলেন বলে জানা গেছে। সাবেক সরকারের কর্মীদের ক্ষমার ঘোষণাও দেওয়া হয় তার নির্দেশে। তালেবানের কাবুল প্রবেশে রক্তপাতহীনতা, প্রতিবেশী দেশ বিশেষ করে চীন ও পাকিস্তান সফর ছিল তার উদ্যোগেই।

এতে আরও বলা হয়েছে, এখন তিনি আফগানিস্তানের ভবিষ্যৎ অবলম্বন হিসেবে হাজির হয়েছেন। অন্তর্বর্তী তালেবান সরকারে তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে। শীর্ষপদ দেওয়া হয়েছে তরুণদের এবং তালেবান কমান্ডারদের চরম কট্টরপন্থী অংশের কাছে গ্রহণযোগ্য অপর এক নেতাকে।

তালেবান আফগানিস্তান দখলের পর সম্ভাব্য সরকার প্রধান হিসেবে মোল্লা বারাদারকে বিবেচনা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে আখুন্দজাদাকে মনোনীত করে গোষ্ঠীটি।

Share: