রত্নগর্ভা মুনিরা হকের দাফন সম্পন্ন

ডেইলি প্রেসওয়াচ/আইরিন নাহারঃ পূর্ব পাকিস্তান সরকারের সাবেক লেবার কমিশনার খান বাহাদুর এস এ ওয়াই বি মুর্শেদীর কন্যা, বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব চৌধুরী এ কে এম আমিনুল হকের সহধর্মিণী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর শাশুড়ি এবং ভিকারুননিসা নূন স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক রত্নগর্ভা মুনিরা হকের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি ) বিকাল ৩ ঘটিকায় বনানী কবরস্থানে তার স্বর্গীয় স্বামী বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব চৌধুরী এ কে এম আমিনুল হকের কবরের পাশে সমাহিত করা হয়।

শিক্ষক রত্নগর্ভা মুনিরা হক

মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রত্নগর্ভা মুনিরা হকের বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রফেসর ড. নুজহাত আমিন মান্নান ও ছোট মেয়ে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ। বড় মেয়ের জামাতা তুরস্কে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মস্যুদ মান্নান এবং ছোট মেয়ের জামাতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

এছাড়া বেরোবি ভাইস-চ্যান্সেলরের শাশুড়ির মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য, পেশাজিবী, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বিভিন্ন সংগঠন।

Share: