ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ

এভারটনের মাঠ গুডিসন পার্কে আতিথ্য নেওয়ার কথা ছিল ম্যানসিটির। কিন্তু পেপ গার্দিওলার দলে নতুন করে করোনা থাবা বসানোয় প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে। তবে কবে আবার খেলাটি মাঠে গড়াবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত আসেনি।
এমনিতেই ম্যানসিটির চারজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। ম্যাচের আগে করা কোভিড-১৯ পরীক্ষায় আরও কয়েকজন পজিটিভ হয়েছেন। এই অবস্থায় না খেলার সিদ্ধান্ত নিয়েছে ম্যানসিটি। ইংলিশ ক্লাবটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি, ‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে, এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।’
দলে করোনা সংক্রমণের বিষয়টি উল্লেখ করে ক্লাবটি আরও জানিয়েছে, ‘সবশেষ কোভিড-১৯ পরীক্ষায় ক্লাবে বেশ কয়েকজন পজিটিভ হয়েছেন। বড়দিন শেষ করে ক্লাবে রিপোর্ট করার সময় এমনিতেই চারজন পজিটিভ হয়েছিলেন।’
আক্রান্তদের ব্রিটিশ সরকার ও প্রিমিয়ার লিগের করোনা প্রটোকল মেনে আইসোলেশেনে রাখা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতির পরের অংশে।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More