ভুয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ইউজিসির গণবিজ্ঞপ্তি

ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ
সৈয়দপুরের নীলফামারীতে বঙ্গবন্ধুর নামে ভুয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইউজিসি জনসংযোগ দফতর থেকে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দপুরের নীলফামারীতে তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) এর নামে গত ২০ নভেম্বর দৈনিক করতোয়া ও সাপ্তহিক আলাপন পত্রিকায় অভিনন্দন বার্তা, সাইনবোর্ড ইত্যাদি প্রচার করা হয়। যা সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দৃষ্টিগোচর হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে কখনও অনুমোদন নেয়নি। এমনকী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও অনুমোদন সংক্রান্ত কোনও প্রকল্প প্রস্তাবও শিক্ষা মন্ত্রণালয় ও কমিশনের পাওয়া যায়নি।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়টির নামে বিভিন্ন সময় প্রচার করা নিয়োগ বিজ্ঞপ্তি, অভিনন্দন, সাইনবোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ইত্যাদি আমলে নেওয়া এবং সর্বোপরি সতর্ক থাকার জন্য সকল বিভাগ, দফতর, ব্যাংক সংস্থাকে অনুরোধ করা হলো। একইসঙ্গে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক, চাকরিপ্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে প্রতারিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।
প্রসঙ্গত, সৈয়দপুরের নীলফামারীতে তথাকথিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) পরিচয়দানকারী অধ্যাপক ড. এ বি এম শরিফুজ্জামান শাহ সম্প্রতি প্রো-ভাইস চ্যান্সেলর ও শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে উল্লেখ করে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেখানো হয় সংসদ সদস্য (৩২৩ মহিলা আসন) রাবেয়া আলীমকে।
এরপর ইউজিসি বুধবার (২৩ ডিসেম্বর) জানিয়েছিল, সৈয়দপুরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। এটি সরকারের অনুমোদনপ্রাপ্তও নয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় ভুয়া বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম খতিয়ে দেখা হবে।
Related News

বেরোবিতে জাতীয় পতাকা অবমাননা:গভীর পর্যবেক্ষণের মাধ্যমেই তদন্ত রিপোর্ট করা হয়েছে বলে দাবি পুলিশের
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট/প্রেসওয়াচ রিপোর্টঃ রংপুর: মহান বিজয় দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পতাকা অবমাননার মামলার প্রধানRead More

বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আজ
প্রেসওয়াচ রিপোর্টঃ প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবারRead More