ভাস্কর্য ইস্যুতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা
ডেইলি প্রেসওয়াচ রিপোর্ট : ভাস্কর্য ইস্যুতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) জুম্মার নামাজের আগ থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভাস্কর্য ইস্যুতে যাতে জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে কোনো মিছিল বের করা না হয়, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেটসহ অাশপাশের পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে। প্রস্তুত জলকামানও।
Related News

সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
শাহ সুলতান নবীন/প্রেসওয়াচ রিপোর্টঃ সারাদেশে বঙ্গবন্ধুর মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সারাদেশের জেলা-উপজেলাRead More
রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে
গোলাম মাহবুব,প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সার্বিকRead More