Main Menu

ভাস্কর্য ইস্যুতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা

ডেইলি প্রেসওয়াচ রিপোর্ট : ভাস্কর্য ইস্যুতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) জুম্মার নামাজের আগ থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভাস্কর্য ইস্যুতে যাতে জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে কোনো মিছিল বের করা না হয়, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেটসহ অাশপাশের পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে। প্রস্তুত জলকামানও।


Related News