বঙ্গবন্ধু বাস্কেটবল লিগে চ্যাম্পিয়ন ধূমকেতু
হরনেটস ৭০-৫৬ গোলে হারিয়েছে রেঞ্জার্সকে। খেলার প্রথমার্ধে হরনেটস ৩৮-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। ধানমন্ডির উডেন ফ্লোর জিমনেসিয়ামে এবারের লিগে অংশ নেওয়ার কথা ছিল ১০টি দলের। তবে আগে থেকেই শীর্ষ ৬টি দল অংশ নেয়নি। শেষ পর্যন্ত প্রথম বিভাগ থেকে দুটি দলকে তুলে এনে খেলাতে হয়েছে। সব মিলিয়ে ৬ দলের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ধূমকেতু।
খেলার শেষ দিনে বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More