টিএসসিতে মৌলবাদবিরোধী ভিন্নধর্মী প্রতিবাদী সন্ধ্যা
প্রেসওয়াচ রিপোর্টঃ ধর্ম ব্যবসা ও মৌলবাদের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ শনিবার (৫ডিসেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচির সূচনা হয়। শেষ হয় রাত পৌনে ১০টার দিকে।
প্রথমে গানের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয়৷ পরে কবিতা আবৃত্তি ও মুখাভিনয়ের মাধ্যমে মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানানো হয়৷ প্রতিবাদী সন্ধ্যার অনুষ্ঠানে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়৷
প্রতিবাদী সন্ধ্যার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি ব্যান্ড অংশগ্রহণ করে। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে শিয়ান অ্যান্ড ফ্রেন্ডস, কৃষ্ণপক্ষ, লালন অর্জন। এছাড়াও মুখভিনয় করে মাইম অ্যাকশন৷ কর্মসূচির সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ, কবিতা আবৃত্তি করেন কামরুন্নাহার মুন্নী৷
করোনার প্রথম দিকে টিএসসিতে ১২৩ দিন কর্মহীন মানুষকে রান্না করে খাবার বিতরণের করে ‘বাস্তব জীবনের আসল নায়ক’ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত তানভীর হাসান সৈকত ওই কর্মসূচির আয়োজনের উদ্যোগ নেন।
Related News
উদ্বোধনের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
প্রেসওয়াচ রিপোর্টঃ খাগড়াছড়ির রামগড় এলাকায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দরটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই স্থলবন্দরটি চালুRead More
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান
দেশের বন্যপ্রাণী রক্ষায় অবৈধ বাণিজ্য দমন এবং জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেRead More