বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

প্রেসওয়াচ রিপোর্টঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। শনিবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় পরিষদ।

বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম ও কোষাধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ বিবৃতি বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ আজও স্বাধীন হতো না, পরাধীন থাকতো। দেশের মানুষ পাকিস্তানের গোলাম হয়ে থাকতো। মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের এই মাসে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই।

জাতির পিতাকে অবমাননা ও অমান্য করা ব্যক্তিরা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ইস্যু তৈরি করতে একটি বিশেষ মহলের ইন্ধন রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাদের প্ররোচনায় এই ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। তাদের এই কাজ বাংলাদেশের সংবিধান লঙ্ঘনের শামিল। হাজার বছরের পরিসরে যে অসাম্প্রদায়িক সংস্কৃতি এ দেশে গড়ে উঠেছে, তা এই স্বাধীনতাবিরোধী চক্র মানতে পারছে না। তারা এই দেশকে পাকিস্তানের সাম্প্রদায়িক ভাবধারায় ফিরিয়ে নিতে চায়। এই সব সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সেই সব রাতের আঁধারের শক্তি ও মদতদাতাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Share: