ফাইনাল – ইয়াফেস ওসমান

“এবার যখন ধরবো এক্বেবারে ফাইনাল “
শহীদ পিতা মাতার ছেলে রক্ত ওদের সদাই লাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল”
মুক্তিযুদ্ধ বিরোধীদের আসছে এবার কঠিন কাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
দেশের মানুষ বুঝে গেছে দেশ বিরোধী ওদের চাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
জাগছে মানষ নৌকা ছাড় শক্ত হাতে ধররে হাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
বদর বদর নৌকা ছাড় হালটা ধর উড়াও পাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
জাগ জাগ জাগ বাঙালি শক্ত করে ধররে হাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
পীপিলিকার পাখা গজায় যখন আসে মরন কাল।
“এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল “
ধর্ম নিয়ে ব্যবসা ওদের দিয়েছে রাজনীতির চাল।।

স্টাফ রিপোর্টার ঃ সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, এবার যখন ধরবো এক্কেবারে ফাইনাল হয়ে যাবে। এবার আর কোন কম্প্রোমাইজ নয়। বাংলাদেশে একটি কুচক্রী মহল সৃষ্টি করে ফায়দা লোটা এটা বারবার হবেনা। সাম্প্রদায়িক সংগঠন হিসাবে হেফাজতে ইসলাম ও জামাতের মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। (দৈনিক জনকণ্ঠ ২ ডিসেম্বর ২০২০)
(Next News) বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এবার ফাঁকা গুলি »
Related News

সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
শাহ সুলতান নবীন/প্রেসওয়াচ রিপোর্টঃ সারাদেশে বঙ্গবন্ধুর মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সারাদেশের জেলা-উপজেলাRead More
রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে
গোলাম মাহবুব,প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সার্বিকRead More