Main Menu

চান্দিনার পৌরসভার মেয়র নির্বাচনে প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও এর সমর্থন চান লবু ভাই

।।চান্দিনা প্রতিনিধি।।
চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম এর পোষ্টারে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ছবি। এ যেন ব্যক্তি হিসেবে ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ভালোবাসার এক অনন্য নজির।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মাননীয় উপাচার্য, জাতীয় ব্যবস্থাপনা উন্নয়ন পরিষদ এর সম্মানিত আহবায়ক, চান্দিনার সূর্যসন্তান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও মহোদয় নিজ জন্মভূমি চান্দিনা নিয়ে সবসময় ভাবেন। চান্দিনার আপামর সাধারন জনতার মনের ভাষা বুঝার চেষ্টা করেন। করোনা মহামারীতে সারা পৃথিবী যখন থমকে ছিলো, তখন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বার বার ছুটে গিয়েছেন চান্দিনায়। বৃক্ষরোপন, মাস্ক বিতরন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের কাছাকাছি পৌছানোর চেষ্টা করেছেন।

এ সময় তিনি চান্দিনার আনাচে কানাচে চষে বেড়িয়েছেন। মানুষের দুঃখ দুর্দশার খোজ নিয়েছেন। বিশেষ করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের দুর্দিনের পোর খাওয়া কর্মীদের খোজ খবর নিয়েছেন তিনি। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন।

সাধারণ মানুষ এবং অবহেলিত আওয়ামীলীগের কর্মিদের প্রতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও মহোদয়ের ভালোবাসার প্রতিদান স্বরূপ আজকে চান্দিনার মানুষ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ কে আপন করে নিয়েছে।
চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলামের ব্যানার যেন তার স্পষ্ট প্রতিচ্ছবি।


Related News