ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
কুমিল্লার সদর দক্ষিণে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকা থেকে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এসময় চট্টগ্রাম হতে ঢাকাগামী সন্ধিগ্ধ নামে একটি পিকআপ তল্লাশি করে ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার দুই মাদক কারবারি হচ্ছেন- চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম রবি (৪০) এবং একই উপজেলার উজান সিনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সাঈদ হোসেন (২৬)।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে পিকআপ লুকিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সাত শর্তে বাড়িতেই দুই বোনের দুই বছরের সাজা
অভয়নগর ঃ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দুই বোনকে সাত শর্তে বাড়িতে সাজাভোগের আদেশ দিয়েছেনRead More
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ: সহকারী কর কমিশনার বরখাস্ত
প্রেসওয়াচ রিপোর্টঃ শেষ পর্যন্ত অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি হারালেন এনবিআরের সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিনRead More