হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ঢাকা : ১৬ আগস্ট,২০২০,ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে একদিন বন্ধের পর আজ রবিবার (১৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। চালু হয়েছে বন্দরের ভেতরের সব কার্যক্রম। বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম এ তথ্য জানান।

তিনি  বলেন, ‘গতকাল শনিবার (১৫ই আগস্ট) জাতীয় শোকদিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্ধ ছিল। বন্দরের ভেতরের সব কার্যক্রমও পুরোপুরি বন্ধ ছিল। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।’

Share: