বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বেরোবি’র নবপ্রজন্ম শিক্ষক এবং নবপ্রজন্ম কর্মচারী পরিষদের শ্রদ্ধাঞ্জলি
সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি)’র নবপ্রজন্ম শিক্ষক পরিষদ ,এবং নবপ্রজন্ম কর্মচারী পরিষদ। এক শুভেচ্ছা বার্তায় , নবপ্রজন্ম শিক্ষক পরিষদের আহ্বায়ক সুমাইয়া তাহসিন হামিদা ,এবং সদস্য সচিব মোঃ খালিদ হাসান রিয়েল বলেন,বলেন,বাংলা ও বাঙালির ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে, তিনি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই ‘বিজয় লক্ষ্মী’ নারী হিসেবে এসেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। একভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। যিনি ধূপের মতো নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করেছেন।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিনে জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি)’র জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর নবপ্রজন্ম কর্মচারী পরিষদ। পরিষদের আহ্বায়ক ছালাউদ্দিন আহমদ এবং সদস্য সচিব আরিফুল হাসান বঙ্গমাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুরুপ এক বার্তায় শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব। ক্লাবের সভাপতি মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সোহাগ আলী বঙ্গমাতার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Related News
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৬ ডিসেম্বরকে স্বাধীনতা দিবস ঘোষণা!
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিRead More

ব্রুডার সভাপতি আবীর, সাধারণ সম্পাদক আমরিন
বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনের (ব্রুডা) নবম কাউন্সিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবারRead More