করোনাকালে ক্ষতিগ্রস্ত পৌনে ২ কোটি পরিবার পেয়েছে সরকারি সহায়তা
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রায় পৌনে দুই কোটি পরিবার সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। দেশের ৬৪ জেলা প্রশাসন থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তথ্য অধিদফতর। রোববার (১৯ জুলাই) তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩৯ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫১ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৭০ লাখ ৪০ হাজার ৮৪১ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ৪১ লাখ ৩২ হাজার ৩১২ জন।
শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৬ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৯৫ কোটি ৮ লাখ ৫৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ২ লাখ ৪ হাজার ৫২৭ এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ৪৭ লাখ ২৭ হাজার ৫৫৪ জন।
বিজ্ঞাপন
পাশাপাশি শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে, ২৭ কোটি ২৩ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৭২ হাজার ২০২ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৮ লাখ ৮১ হাজার জন।
Related News

করোনা সংক্রমণ রোধে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে বিধি-নিষেধ প্রতিপালন করুন : পুলিশ কর্মকর্তাদের আইজিপি
প্রেসওয়াচ রিপোর্টঃঢাকা, ১৪ এপ্রিল ২০২১ : করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারিRead More

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
প্রেস ওয়াচ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ প্রদানRead More