১১ হাজার ছবিকে হারিয়ে প্রথম হলেন বাংলাদেশি আলোকচিত্রী হাবিবুর রহমান

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আগোরা স্মাইল-২০২০ এর বিজয়ী হয়েছেন খুলনার আলোকচিত্রী হাবিবুর রহমান। তার তোলা ‘হ্যাপি চাইল্ড’ ছবিটি সর্বোচ্চ ভোট পেয়ে সেরা ছবি নির্বাচিত হয়। তিনি খুলনার স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক।
সম্প্রতি স্মাইল-২০২০ থিমে এ প্রতিযোগিতার আয়োজন করে আগোরা। সেখানে সারাবিশ্ব থেকে ১১ হাজারের বেশি ছবি জমা পড়ে। সেসব ছবি থেকে বিচারকরা সেরা ৫০টি ছবি নির্বাচন করেন। এরপর প্রথম ধাপের ভোটিং-এ সর্বোচ্চ ৭৮৩ ভোট পেয়ে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় হাবিবুর রহমানের ছবি ‘হ্যাপি চাইল্ড’।
ফাইনাল রাউন্ডে পাঁচটি ছবির ওপর দ্বিতীয় ধাপে ৪৮ ঘণ্টা ভোট হয়। সেখানে সর্বোচ্চ এক হাজার ৭৫ ভোট পেয়ে আগোরা স্মাইল-২০২০ আলোকচিত্র প্রতিযোগিতার হিরো নির্বাচিত হন আলোকচিত্রী হাবিবুর রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে এ ফলাফল ঘোষণা করে প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান।
বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন বাংলাদেশের।
Related News
সাংবাদিক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে
শাহ সুলতান নবীনঃ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রবিবারRead More

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে কাজল হাজরাRead More