জার্মানিতে বৈশাখী কনসার্টে দর্শক মাতালেন লুৎফর-সেজুতি জুটি

অনলাইন ডেস্ক: বাংলা বর্ষবরণ উপলক্ষে জার্মানির মিউনিখে বৈশাখী কনসার্টে দর্শক মাতালেন লুৎফর-সেজুতি জুটি। রবিবার (২১ এপ্রিল) জার্মানির মিউনিখের সোহাস মিলনায়তনে বৈশাখী মিলন ও লাইভ কনসার্টটি অনুষ্ঠিত হয়।জার্মান সরকারি রেজিস্ট্রশনকৃত ‘বাংলা মিউনিখ সংগঠন’ অনুষ্ঠানটি আয়োজন করে। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো সেরা কণ্ঠ তারকা এস. এম লুৎফর ও সেজুতির একক সংগীত পরিবেশনা। বহু দর্শকের উপস্থতিতে এই জুটি প্রায় ৩ ঘণ্টা সংগীত পরিবেশন করেন।
সংগঠনের সভাপতি মো. মাসুম মিয়া অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সকল বাংলাদেশিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।-ইত্তেফাক
Related News
এবারের ‘ইত্যাদি’ পতেঙ্গায়।। বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মোহনায় হানিফ সংকেত!
শাহ সুলতান নবীনঃ দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো সবার সামনেRead More
করোনার কারণে এবার স্ত্রীসহ হাসপাতালে অভিনেতা ফারুক
. প্রেসওয়াচ রিপোর্টঃ আগেই করোনা পজিটিভ হন নেতা-অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। একRead More