মিরপুরে সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে

(বাসস) : রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেত (পুলপাড়) এলাকাস্থ সিটিপার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন আজ বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার বিকেল ৫টা ৫ মিনিটে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিউটি অফিসার এরশাদ বলেন, কাফরুলে সিটিপার্ক নামে ওই ১০তলা ভবনের দোতলা ও তিনতলায় চাইনিজ রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার এবং নিচতলায় বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। এছাড়া চতুর্থ তলা থেকে ১০তলা পর্যন্ত গার্মেন্টস কারখানা এবং গার্মেন্টসের মালামাল রাখার গোডাউন আছে। আগুনে গোডাউনে রাখা গার্মেন্ট সামগ্রী পুড়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ব্যাপারে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম বাসসকে জানান, ১০তলা ভবনের ছয়তলা থেকে আগুন লেগেছে। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে।
Related News

কচুয়ায় ড. মুনতাসীর মামুনের মায়ের দাফন সম্পন্ন
প্রেসওয়াচ রিপোর্টঃ চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য মরহুম মিসবাহ উদ্দীন খানের স্ত্রীRead More
শীতকালেও হচ্ছে তরমুজ চাষ
শীতকালে তরমুজ চাষ বা পাওয়া যাওয়ার কথা এক সময় স্বপ্নেও কেউ ভাবেনি। এখন বিষয়টি ভাবনাতেRead More