খালেদা না চাইলে পেরোলে মুক্তির সুযোগ নেই : ড. হাছান

(বাসস) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া না চাইলে পেরোলে মুক্তির কোনো সুযোগ নেই।
বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের পেরোল সম্পর্কিত মন্তব্য ভিত্তিহীন ও অবাস্তব উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে কারাগারে আছেন।
তিনি আজ নগরীতে দুই-দিন ব্যাপী এক যুব সম্মেলন অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করে।
পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম ও উপ ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসিম উদ্দীন প্রমুখ।
ড. হাছান বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসা পাচ্ছেন।
তিনি বিএনপি নেতাদেরকে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করার আহবান জানান।

Share: