Main Menu

আজ দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রাইস্টচার্চ, (বাসস) : ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারনে তৃতীয় ও শেষ টেস্ট না খেলেই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের টিম ম্যানজার খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন শনিবার রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল।
পাইলট জানান, সকল খেলোয়াড়ই শনিবার দেশের উদ্দেশ্যে রওনা হবে। তবে একত্রে সব টিকেট না পাওয়ায় হয়তোবা খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন বিমানে দেশে পৌঁছাবেন।
শুক্রবার ক্রাইস্টচার্চে একটি মসজিদে হামলা থেকে অল্পের জন্য রেহাই পায় বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা দেড়টায় এ সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশত ব্যক্তি নিহত ও ২০জন আহত হয়েছে। আগামীকাল থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে হ্যাগলি ওভালে অনুশীলন শেষে জুমার নামাজ আদায়ের জন্য ঐ মসজিদে যাচ্ছিলেন যান বাংলাদেশের খেলোয়াড়রা।


Related News