ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীদের গুলি বর্ষণ; নিরাপদে বাংলাদেশ ক্রিকেটাররা

ক্রাইস্টচার্চ, (বাসস) : আজ শুক্রবার ভোর রাত ৪টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। অনুশীলন শেষ করে ঐ মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। মসজিদে খেলোড়দের প্রবেশের মূর্হুতে স্থানীয় একজন তাঁদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান ঐ ব্যক্তি। ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।’
ঐ ঘটনার পর সামাজিক যোাগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ত্রাসী হামলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এই হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের কিছু গণমাধ্যম।

Share: