দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিকুর

ওয়েলিংটন, ৬ মার্চ ২০১৯ (বাসস) : পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।
দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজই প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করলো মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করানোর চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, তখনই লিগামেন্টের আশপাশে ব্যথা অনুভব করেছে সে। সত্যি বললে, দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা হবে না।’
দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যথা অনুভব করেছেন তামিম। তাই তামিমকে নিয়ে হঠাৎ শংকা তৈরি হয় বাংলাদেশ শিবিরে। তবে তামিমের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন রোডস, ‘আজ হালকা অনুশীলন করেছে তামিম। কিছুটা ব্যাথা অনুভব করছে সে। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।’
Related News

বাংলাদেশ সফর: প্রথম টেস্টে ক্যারিবীয়রা সবাই ‘নেগেটিভ’
বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদেরRead More
ম্যানসিটিতে করোনার থাবা, স্থগিত ম্যাচ
বড়দিনে ইউরোপের অন্য বড় লিগের খেলা বন্ধ থাকলেও প্রিমিয়ার লিগ ঐতিহ্য মেনে আয়োজন করে বক্সিংRead More