Main Menu

ব্রাজিলে খনির বাঁধ ভেঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭

সাও পাউলো,  (বাসস ডেস্ক) : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরেইস রাজ্যে একটি খনির একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে । দুর্ঘটনায় ১৮২ জন নিখোঁজ রয়েছে। প্রায় দুই সপ্তাহে আগে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
২৫ জানুয়ারি ব্রুমাদিনহো শহরে বাঁধটি ভেঙ্গে পড়ার পর কর্দমাক্ত খনির বর্জ্যরে নিচে বহু লোক চাপা পড়ে আছে। দুই সপ্তাহ ধরে তল্লাশি চালিয়ে ও যাদের খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তারাও ধ্বংস স্তুপের নিচে চাপা পড়ে আছে। তাদের আর জীবিত থাকার কোন সম্ভাবনা নেই।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সম্প্রতি উদ্ধারকারী দলের সদস্যরা বৃষ্টিপাত উপেক্ষা করে ওই এলাকায় হেলিকপ্টারযোগে তল্লাশি চালায়।
বাঁধ ভেঙ্গে আকরিক লোহার খনিটিতে কর্মরত বহু মানুষ নিহত অথবা নিখোঁজ হয়েছে।


Related News