মায়ার মুখোশ
স্বপ্নের ছদ্মবেশে, মুখোশ পরে,
প্রেম আজ বেচাকেনার ঘরে।
আলোর ছোঁয়া, রঙিন ছলনা,
ভিতরটা শুধু শূন্যতা ঢাকা!
স্বার্থের দাবিতে হাসি ফোটে,
প্রেম কি তবে শুধু প্রহসনে?
চোখের ভাষা মিথ্যে হলো,
শপথগুলো ধুলোয় রইলো!
যে ভালোবেসে হাতটা ধরেছিল,
স্বপ্নের সেতু বুনে চলেছিল,
সে-ই আজ অচেনা এক ছায়া,
কেন এতো নিষ্ঠুর মায়া?
আলোকিত রাস্তায় নীরব কান্না,
কাছে এসেও দূরে সরে যাওয়া,
ভালোবাসা কি তবে হিসাবি খেলায়?
না-পেলে ভেঙে যায় আস্থার মেলায়!
তবু হৃদয় অপেক্ষায় থাকে,
একটি সত্যিকারের আলোর আশায়,
যেখানে মুখোশ খুলে প্রেম আসবে,
নির্ভরতার স্পর্শ ছুঁয়ে যাবে!
ঢাকা, ২৭ মার্চ ২০২৫।