রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্মসংযমী এবং অধ্যবসায়ী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি ভিসি প্রফেসর ড. উদ্দিনের আহ্বান- প্রেসওয়াচ

প্রেসওয়াচ রিপোর্ট,ঢাকা, শুক্রবার: রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার নিজস্ব ক্যাম্পাসে পবিত্র রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারতলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মাহফিলে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কোন বড় পরিসরে এই প্রথম নতুন উপাচার্য সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের লক্ষ্যে কৌতুহলী শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল লক্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক দিপু, এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমির-উল-আলম খান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী নিজামুল আজিম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এএনএম মেশকাত উদ্দিন শিক্ষার্থীদের ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সিয়াম মানেই সংযম। আত্মসংযম চর্চার মধ্য দিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।” পাশাপাশি, তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষক-শিক্ষার্থীদের একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম মুশফিকুর রহমান বলেন, “রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা পদ্ধতিগত ও পরিচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।” তিনি সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রচারণা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক দিপু ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার উদ্ধৃতি দিয়ে বলেন, “জল, বায়ু, জাতি, ধর্ম ও পারিপার্শ্বিকতা ভেদে রোজার নিয়ম-পদ্ধতি বিভিন্ন হলেও এমন কোনো ধর্ম নেই যেখানে রোজার গুরুত্ব স্বীকৃত হয়নি।” তিনি আরো বলেন এই ইফতার মাহফিলে আমরা যেভাবে একত্রিত হয়েছি সমবেত হয়েছি । এই উদ্যমকে ধরে রাখতে হবে এবং একযোগে বিশ্ববিদ্যালয়টির প্রচার-প্রচারণায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
ডিপার্টমেন্টের শিক্ষার্থী নিজামুল আজিম: ফটো সাকিব

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবিএ বিভাগের শিক্ষার্থী নিজামুল আজিম কনভোকেশন আয়োজন ও বিশ্ববিদ্যালয়ের প্রচার কার্যক্রম বৃদ্ধির অনুরোধ জানান।

ইফতার ও দোয়া মাহফিলের সুষ্ঠু আয়োজনের জন্য ইংরেজি বিভাগের চেয়ারপারসন- জহরত আরা এবং বিবিএ বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সহ সকলকে ধন্যবাদ জানান উপাচার্য। এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদেরকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। এছাড়া, আয়োজনে আর্থিক সহায়তার জন্য বোর্ড অব ট্রাস্টিজ এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিবিএ ডিপার্টমেন্টের প্রভাষক মোঃ আরিফ হোসেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিবিএ বিভাগের  প্রভাষক সাকিব হাসান। তার হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াত ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে।

Share: