অগ্রগ্রামী শিক্ষক আরেফিন স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি — ড. দিপু সিদ্দিকী

অগ্রগ্রামী শিক্ষক আরেফিন স্যারের প্রতি শ্রদ্ধাঞ্জলি

— ড. দিপু সিদ্দিকী

বিদায়ের আলোয় আজ নিভে গেছে দীপ,

শিক্ষার প্রাঙ্গণে বাজে শূন্যতার সুর।

চারপাশে ছড়িয়ে স্মৃতির প্রতিচ্ছবি,

শিক্ষকের হাতে গড়া অগণন হৃদয়পুর।

 

জ্ঞান ছিল তাঁর প্রদীপ, আলোকিত পথ,

তবু তার চেয়ে বড় ছিলেন মমতায়।

শুধু পাঠ্য নয়, শিখিয়েছেন মানবতা,

শিক্ষার দেয়ালে এঁকেছেন আশার ছায়া।

 

বিশ্বাসের পথে ছিলেন অবিচল,

মতের ব্যবধান মুছেছেন স্নেহজ্ঞানে।

রাজনীতি অতিক্রম করেছিলেন শিক্ষক সুলভতায় ,

শিক্ষার্থী ছিলো তাঁর হৃদয় রেখায়।

 

আজ শোকের মিছিলে সব পথের মানুষ,

সম্মিলিত চোখে জল, হৃদয়ে দহন।

কোনো বিতর্ক নেই তাঁর শিক্ষা-দানে,

তাই শ্রদ্ধার স্রোতে নত এ প্রজন্ম।

 

ভালো ফলের চেয়ে বড় হলো মনোধন, বলতেন বারংবার।

সেই আদর্শেই গড়েছেন, শিক্ষার্থী, জীবনস্মারক অলংকার।

 

হে স্নেহময় শিক্ষক, শেষ অভিবাদন,

আপনি থাকবেন চিরদিন হৃদয়ে।

আপনার আলোয় তৈরি হবে আগামীর পথ,

নতুন ভোরের শিক্ষার্থীদের প্রেরণায়।

শ্রদ্ধাঞ্জলি, প্রণতি, এবং অশেষ কৃতজ্ঞতা!

 

ফটো ক্রেডিট: অধ্যাপক আবম ফারুক স্যার

 

 

Share: