ঢাকার সবুজবাগ থানাধীন নয়াবাগের অন্যতম গোড়াপত্তনকারীদের অন্যতম আলহাজ্ব মিনহাজ উদ্দিন এর মৃত্যুতে আমরা নয়াবাগ বাসি গভীরভাবে শোকাহত। এক শোক বার্তায় রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা র কলা অনুষদের ডিন এবং শিক্ষা বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর দিপু সিদ্দিকী বলেন,আমরা গভীর শোকাহত ও বেদনার্ত। নয়াবাগের অন্যতম পথপ্রদর্শক, বিশিষ্ট সমাজসেবক, মৃদুভাষী, সৎ, বিনয়ী এবং মানবসেবায় নিবেদিতপ্রাণ আলহাজ্ব মিনহাজ উদ্দিন কাকা আজ ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। সম্ভবত আমাদের পূর্বসূরীদের সর্বশেষ সহযোদ্ধার প্রয়াণ হলো আজ। আমরা এলাকাবাসী অভিভাবকশূন্য হয়ে গেলাম। তিনি আমার পিতার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। নয়াবাগ- কুসুমবাগের গোড়াপত্তন করেছিলেন ফুল চান কাকা, আমাদের পিতা বীরমুক্তিযোদ্ধা কবি এম এ রউফ, শ্রদ্ধেয় সাঈদ কাকা, শ্রদ্ধেয় নুরুল ইসলাম কাকা, নজরুল ইসলাম সাহেব, আফাজ উদ্দিন কাকা। দেশের স্বাধীনতার বেশ কিছুকাল পড়ে এই কমরেডদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রদ্ধেয় আব্দুল আওয়াল কাকা, মিনহাজ উদ্দিন কাকা, আবু সুফিয়ান ভাই সহ অন্যান্যরা। এ সকল নিবেদিত প্রাণ সমাজকর্মীদের কেউ আজ আর বেঁচে নেই।
নয়াবাগ ও আশপাশের এলাকার অগ্রগামী ব্যক্তিদের অন্যতম তিনি, যিনি স্বাধীনতার পর নয়াবাগ, কুসুমবাগ, শাপলাকাননসহ আশপাশের এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নয়াবাগ জামে মসজিদ (বর্তমান হযরত আবু বকর (র.) জামে মসজিদ) এবং হাজী শরীফ আদর্শ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান গঠনে তার অবদান অনস্বীকার্য।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরোপকারী। অবসরে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানুষকে বিনামূল্যে সেবা দিতেন। সাহিত্যপ্রেমী এই মহৎপ্রাণ ব্যক্তি কবিতা রচনাতেও ছিলেন আগ্রহী। দুর্ভাগ্যজনকভাবে, তিনি তার লেখা কবিতাগুলো আমাদের সামনে তুলে ধরার সুযোগ পেলেন না।
শুধু নয়াবাগ নয়, তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে মসজিদ নির্মাণসহ সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। একজন নিরলস সমাজকর্মী, সততা ও নিষ্ঠার অনুপম দৃষ্টান্ত এই দেশপ্রেমিকের প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন আলহাজ্ব মিনহাজ উদ্দিন কাকাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।