প্রেস ওয়াচ রিপোর্ট:
ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৫: রাজধানীর মহাখালিস্থ ঢাকা মেট্রোপলিটান হাসপাতালে গত শুক্রবার (৩১ জানুয়ারি) ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ-এর উদ্যোগে সার্ভিকাল ক্যান্সার সচেতনতা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জানুয়ারি মাস সার্ভিকাল ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়, এবং এর মূল লক্ষ্য এই প্রতিরোধযোগ্য রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান ফারহানা কাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২২-২০২৩ সনের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ, আইডব্লিউ বাংলাদেশ, মহোসেনা রেজা এবং ২০২৪-২০২৫ সনের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ, তাহিয়া খলিল।
সেমিনারে কী-নোট উপস্থাপন করেন ডা. মোমেনা খাতুন রোজী, কনসালটেন্ট, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতাল, এবং ডা. তৌহিদা আক্তার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল।
সেমিনারে আলোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
✔ সার্ভিকাল ক্যান্সার কী এবং কেন হয়
✔ এর লক্ষণ ও উপসর্গ
✔ প্রতিরোধ ও চিকিৎসার উপায়
বক্তারা বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও টিকা গ্রহণ নারীদের জন্য জীবনরক্ষাকারী হতে পারে। ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ সার্ভিকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কর্মসূচির আয়োজন করবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মূল্যবান তথ্য ও পরামর্শ পান।