আব্দুল হক নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদের দৃঢ় প্রত্যয় এবং গণতান্ত্রিক পরিষদের অভূতপূর্ব জাঁকজমকপূর্ণ প্রার্থী পরিচিতি সভা

একজন জ্যৈষ্ঠ সাংবাদিকের অনুভূতি: আব্দুল হক নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদের দৃঢ় প্রত্যয় এবং গণতান্ত্রিক পরিষদের অভূতপূর্ব জাঁকজমকপূর্ণ প্রার্থী পরিচিতি সভা

ডক্টর দিপু সিদ্দিকী:

গণতান্ত্রিক পরিষদের সমর্থিত প্রার্থী পরিচিতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব জাঁকজমকপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ব্যতিক্রমী। সর্বশেষ সারিতে বসে আমি উপভোগ করছিলাম প্রার্থীদের উদ্দীপনাময় বক্তৃতা এবং সমর্থকদের আবেগঘন মুহূর্তগুলো। এটি ছিল নিছক একটি নির্বাচনী সভা নয়, বরং মনে হচ্ছিল যেন জাতীয় পর্যায়ের একজন কিংবদন্তি নেতা আব্দুল হকের সান্নিধ্যে একটি ঐতিহাসিক সম্মেলন চলছে।

 

নেতৃত্বের প্রতীক আব্দুল হক

বারভিডার সভাপতি আব্দুল হক শুধু এই সংগঠনেরই নয়, বরং দেশের একজন সফল উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। তাঁর নেতৃত্বে গণতান্ত্রিক পরিষদের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানটি অন্য যে কোনো প্রচারণামূলক সভার তুলনায় ছিল ভিন্ন। সারা দেশ থেকে আগত গাড়ি আমদানিকারকদের উপস্থিতি ও অনুষ্ঠানস্থলের সরব পরিবেশ প্রমাণ করে, আব্দুল হক শুধু জনপ্রিয় নন, তিনি প্রজ্ঞা, দক্ষতা এবং সততার প্রতীক।

 

প্রত্যেক প্রার্থীর বক্তব্যে উঠে এসেছে আব্দুল হকের অসামান্য নেতৃত্বের প্রশংসা। তাঁর সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং স্বপ্নের কার্যালয় নির্মাণের পরিকল্পনা শুধু সংগঠনের জন্য নয়, পুরো জাতির জন্য একটি অনুপ্রেরণা।

 

নির্বাচন পর্বের অন্তর্নিহিত সৌন্দর্য

প্যানেল পরিচিতি সভায় দেখা গেছে সমর্থক ও প্রার্থীদের মধ্যে আন্তরিকতা এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। উপস্থিত সদস্যদের মধ্যে যে ঐক্য ও সৌহার্দ্য পরিলক্ষিত হয়েছিল, তাতে মনে হয়নি নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আব্দুল হক নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্ব নিতে পারত, তবুও নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে একটি আন্তরিকতার বন্ধন সৃষ্টি হয়, যা এই প্রক্রিয়াটির এক অনন্য দিক।

 

আশার আলো

গণতান্ত্রিক পরিষদ এবং এর নেতৃত্বাধীন প্যানেলের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তা যদি অব্যাহত থাকে, তবে বারভিডা একটি সুদক্ষ নেতৃত্বের অধীনে পরিচালিত হবে। পাশাপাশি, গাড়ি আমদানি প্রক্রিয়ার সুবিধাগুলো সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার প্রতিশ্রুতি পূরণ হবে।

 

আব্দুল হকের মতো নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তি যদি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বৃহৎ দায়িত্ব পেতেন, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শ্রেণী উপকৃত হতো। গণতান্ত্রিক পরিষদ প্যানেলের বিজয় সুনিশ্চিত হোক এবং সংগঠনটি একটি দক্ষ নেতৃত্ব পাক—এই প্রত্যাশায় আমরাও সমর্থন জানাচ্ছি। সকল সুন্দরের জয় হোক।

Dr Dipu Siddiqui

লেখক পরিচিতি: ড. দিপু সিদ্দিকী । বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সাবেক,কান্ট্রি ডিরেক্টর এমটিভি ,ইউএসএ, সাবেক প্রডিউসার এন্ড সিনিয়র করেসপন্ডেন্ট, তারা টিভি, ভারত । daily.presswatch@gmail.com

 

Share: