ব্যর্থ সমাজের ছায়া – ড . দিপু সিদ্দিকী 

ব্যর্থ সমাজের ছায়া

ড . দিপু সিদ্দিকী

 

ব্যর্থ সমাজের চিত্রটা এমন—

জ্ঞান-বিজ্ঞানের আলো নিভে যায়,

শ্লোগানে জাগে জনতার মন,

গভীর ভাবনা পথ হারায়।

 

পাঠাগারের চেয়ে সেখানে বেশি,

অকারণ নির্মিত দালান-কোঠা,

তবু তারা খালি পড়ে থাকে,

গভীরতাহীন শূন্য বোধে গড়া।

 

চিন্তাশীল মাথা হাজারে একটি,

বাকিরা মেতে থাকে কোলাহলে,

বস্তুনিষ্ঠ কথা হারিয়ে যায়,

পচা শব্দে ঘোরে শুধু পলকে।

সমস্যার গভীরতম মর্মে নয়,

তারা ভাসে উপরে, অলসতায়,

একজন আরেকজনের কাঁধে চাপায়,

নিজ দোষ ঢাকে বাহারি ছলনায়।

 

তুচ্ছতাতেই মগ্ন থাকে মানুষ,

মূল বিষয়ের তৃষ্ণা কোথায়?

অর্থহীন সুরে মুগ্ধ জনতা,

অন্য কিছুতে আর কারো চাওয়া নাই।

 

সস্তা বিনোদনে জনপ্রিয়তা,

তুচ্ছ গান করে জীবন সার্থক,

তারা পূজিত হয় আকাশ ছোঁয়া,

তবু চিন্তাশীল থাকে অস্পষ্ট।

 

দলবাজি, বিরোধিতার দ্বন্দ্বে,

একজনের জয়, আরেকজনের ক্ষয়,

আর এক খেলার নেশায় দিন কাটে,

সমাজের উন্নতি পড়ে ঝিমায়।

 

গুরুত্ব হারায় কঠিন সত্য,

মিথ্যের হাসি পায় দারুণ কদর,

অজ্ঞ মানুষের সংখ্যাগরিষ্ঠতায়,

সচেতনতা পায় চরম ভরাডুবি।

 

ব্যর্থতা এখানে ব্যক্তিগত নয়,

সমাজই মানুষকে ব্যর্থ করে তোলে,

সচতুর চালের ভাঁজে ঢাকা,

জীবনের সঠিক পথের গোপন দলে।

 

এটাই ব্যর্থ সমাজের ছায়া,

যেখানে মানুষ অসহায় হয়ে রয়,

যতদিন

চিন্তার সুর না বাজে,

ততদিন ঘোরে এই ছায়ারই প্রলয়।

Poet Dr Dipu Siddiqui

 

Share: