গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানমালা

প্রেসওয়াচ রিপোর্ট:গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামে ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করেছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।

শনিবার  ২৫মে, ২০২৪ খ্রি. ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ–আইবি মিলনায়তন, রমনা, ঢাকায়, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম (সকাল ১১টায়) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম (বিকাল ৫টায়) জন্মজয়ন্তী পালিত হবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

সকাল ১১টার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জননেতা মাহবুবউল আলম হানিফ, এমপি । উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভাপতিত্ব করবেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

 

বিকাল ০৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

 

বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি থাকবেন অধ্যাপক আহমেদ রেজা (জাবি) অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান (ইবি), বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান (বুয়েট), সাবিনা আলম (মহাপরিচালক, প্রত্নতত্ব অধিদপ্তর), পণ্ডিত শিল্পী দিশারী চক্রবর্তী (ভারত), সংগীত-সাধক সোমালি পান্ডে (ভারত), সাহিত্যিক আশীস হীরা (ভারত)সহ প্রমুখ।

অনুষ্ঠানে ক্ষুদে প্রতিভার রাজ্য– কেপিআর কর্তৃক অনলাইনে অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে।

 

 

 

 

Share: