ড. দিপু সিদ্দিকীর পিতা বীরমুক্তিযোদ্ধা কবি এম এ রউফের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:  এমটিভি ইউএসএ এর কান্ট্রি ডিরেক্টর ও রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা’র কলা অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর পিতা বীর মুক্তিযোদ্ধা কবি এম এ রউফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি কবি ইয়াফেস ওসমান, সাবেক সেনাপ্রধান জেনারেল এম এ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া,বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন ও এমটিভি ইউএসএ এর চেয়ারম্যান ড. রাব্বি আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এবং রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর জামিল আহমেদ, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, ডি ইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্টু দেব এবং সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এরফানুল হক নাহিদ, এডিশনাল ডিআইজি মোঃ আলী আশরাফ ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব মিহির কান্তি মজুমদার, আর্মি ইউনিভার্সিটি কুমিল্লা’র এর ভিসি কর্নেল (অব .)মোশাররফ হোসেন, সাবেক সচিব আব্দুল হক তালুকদার কাজল, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গুরুজী জা- নেসার ওসমান, বিশিষ্ট শিল্পপতি এমজে হলিডে রিসোর্ট এর স্বত্বাধিকারী মিয়া আব্দুল মোমেন , খুলনা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা রিজভী আলম প্রমূখ।

এদিকে বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা কবি এম এ রউফ নবাব এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ।এক শোক বার্তায় প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও মুক্তিযোদ্ধা কবি এম এ রউফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সংসদ সবুজবাগ থানা কমান্ডার আলমাস উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, জাতীয় কবিতা পরিষদ অনুপ্রাস, কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ, ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) বায়েজিদ সারওয়ার, কথাশিল্পী মেজর (অব .)সাইদুল ইসলাম, ডেইলি সিটিজেন টাইমস সম্পাদক তওফিক আহমেদ, বাচিক শিল্পী বদরুল আহসান খান, পিবজা’র সভাপতি এডভোকেট রুহি সাংসদ আরা এবং সাধারণ সম্পাদক ডাক্তার রথীন্দ্রনাথ সরকার রবিন, বিনিয়োগ বার্তা সম্পাদক শামীম আহমেদ, দৈনিক সময়ের চিত্র সম্পাদক এএম আর মামুন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক জিয়া, ৭৩ নং আওয়ামীলীগ নেতা ও কবি নজরুল ইসলাম, প্রকৌশলী এশরার ওসমান, জাতিসংঘের ঊর্ধ্বতনকর্তা ডঃ সুশীল সরকারসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ।

Share: