প্রেস ওয়াচ রিপোর্ট:রবিবার, ১৯ মার্চ,২০২৩ খ্রি.বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৫৯৩তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী।
সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি আর্জিনা খানম ও মালয়েশিয়া থেকে পিচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, কুষ্টিয়া থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ও জানিপপ’র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পী।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু মানুষের মনে শ্রদ্ধাবোধ জাগায়।
সুবীর কুশারী বলেন, বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশের অস্তিত্ব কল্পনাতীত।
আর্জিনা খানম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতে হবে।
হুমায়ুন কবির বলেন, বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করতে হবে।
প্রশান্ত কুমার সরকার বলেন, বঙ্গবন্ধুর ডায়নামিক লিডারশিপের এর কারণেই বাংলাদেশ এত দ্রুত স্বাধীনতা লাভ করেছিল।
কাজী ফারজানা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু গুণগতমান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বী আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ সাত কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা ও বঙ্গবন্ধু কমিশনের এম্বাসেডর এফ এম শিবাজী ফকির,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা।