‘অন্যগ্রহের মেসি’ -জাঁ-নেসার ওসমান
“বুঝলি মেসি হলো অন ̈ গ্রহের মানুষ নয় রে. মানুষ নয় সাক্ষাৎ দেবতা।”
“ মানে কি, ফুটবল প্লেয়ার, অন ̈ দশটা প্লেয়ারের. চেয়ে ভালো খেলে, ব ̈াস, এতে দেবতার কি দেখলেন?”
“ আরে. ভাই ভালো খারাপ তো সবাই খেলবে, এতে তো দোষের কিছু দেখি না। তবে মেষি হলো অন ̈ ধাত‚তে গড়া, মনে হয় দেবতার জিন পাইছে।”
“ হ, ওর মা তো মহা ভারতের, কুন্তিদেবীর মতো পরশু রামের. বর. পাইছিলো, যখন চাইবো, যারে. চাইবো, আইন্না কিং খানের মতো
বা”্চা বানাইবো।”
“না রে. বিষয়টা অতো হালকা, মেজাজে দেখিস না। দেখলিনা পোল ̈ান্ডের খেলায় মেসি কি করলো?”
“কি করলো, একটা গোলও দিতে পারলো না! দেবতা!!” “ আরে. সেটাই তো মেসির মহানুভবতা, ইচ্ছা করে. পেনাল্টিতে গোল করল না। দেবতা রে. দেবতা।”
“ হু হু হাঃ হাঃ, হা হা , হাসায়েন ভাই, হাসায়েন না, আপনার কথা শুনলে ঘোড়াবি হাসবো।”
“ হ ̈াঁ, তোর মতো ঘোড়া গাধা শুনলে তো হাসবেই। কিন্তু ইচ্ছে করে. পেনাল্টিতে গোল না করা. বুঝিস?”
“ পেনাল্টিতে কেউ ঘোল মিস করে.?”
“ ও বাব্বা, কচি খোকা, পেনাল্টিতে গোল মিস করেছেন, ফুটবলের যাদুগর জনাব পেলে, মিঃ ম ̈ারাডোনা, μীশ্চায়ানা রোনালদো, নেইমার, জীকো, রোনাল দিনহো, রুবেন, টেরি এমন কি তোর হালের. এমবাপ্পে পর্যন্ত পেনাল্টি মিস করেছে।”
“ কিন্তু ওরা তো আর. ইচ্ছা করে. পেনাল্টি মিস করে. নাই?”
“ আরে. সে তো আমিও জানি ওরা. ইচ্ছা করে. পেনাল্টি মিস করে. নি। কিন্তু লিওনেল মেসি, দেবতা রে. দেবতা ইচ্চা করে. পেনাল্টি
মিস।”
জাঁ-নেসার ওসমান
“ হি হি হি, নাচতে না জানলে উঠান, বাঁকা। পেনাল্টি কিক্ কেউ ইচ্ছা করে. মিস করে.! তয় আপনার লিওনেল মেসি ইচ্ছা কইরা
পেনাল্টি মিস করলো ক ̈ান?”
“ সে এক দুঃখ জনক ইতিহাস, ১৯৩৯ সালে জার্মানির নাৎসি বাহিনীর পোল ̈ান্ড আμমনের মাধ ̈মে শুরু হয় বিশ্বযুদ্ধ।
আর. সেই যুদ্ধে পোল ̈ান্ডের প্রায় ৫৬,০০.০০০/-(ছাপ্পান্ন লক্ষ) লোক মারা যায়। সেই সব ত ̈াগী বীরদের. শ্রদ্ধায়, মেসি ইচ্ছা করে. পেনাল্টিতে গোল দেয়নি। দেবতারে. দেবতা। পেনাল্টি গোল দিয়ে যে কেউ খেলায় জিততে পারে. কিন্তু বীর বীরের মতো লড়াই করে.
জিততে চ্য়া, কাপুরুষের মতো পেনাল্টি গোল দিয়ে নয়।”
“খোঁড়া যু৩ি টিকবো না?”
“ খোঁড়া যু৩ি কেন? সমান সমান লেভেল প্লেইং ফিল্ডে খেলবো তবেই না ে ̄úার্টসম ̈ান ি ̄úরিট। যেই মেসি শত শত পেনাল্টি গোল
করছে, সে কি চাইলে এই গোল করতে পারতো না! খালি পোল ̈ান্ড বলে ইচ্ছা করে. গোল করল না। ছাপান্ন লক্ষ বীর শহীদের. প্রতি শ্রদ্ধা
দেখালো। বুঝলি দেবতা রে. দেবতা। অন ̈ গ্রহের মেসি।” “পেনাল্টি গোল দিতে পারস নাই ব ̈াস, এর মইধে ̈ ে ̄úার্টসম ̈ান ি ̄úরিট কোই পাইলেন?”
“ আরে. ব ̈াটা শোন, তখনও তোগো ভিডিও রিপ্লে শুরু হয় নাই, μীকেটে ওয়েষ্টইন্ডিজির ফাস্ট বোলার ওয়েসলী হলের বলে, ইংল ̈ান্ডের
টনি লকের ব ̈াটে ি ̄œক করলো, থার্ড ি ̄øপ ক ̈াচ ধইরা, হাউ ইজ দ ̈াট, চিল্লায়া আপীল করলো। কিন্তু আম্পায়ার টের পায়নাই হালকা ি ̄œক, তাই জোরালো আপীলে সাড়া দিল না, আম্পায়ার ব ̈াটসম ̈ান টনি লকরে. আউট দিলো না। কিন্তু টনি লক সোজা μীজ ছাইড়া সাজ
ঘরের. দিকে হাঁটা ধরলো। বুঝলি ব ̈াটা এইডারে. কয় ে ̄úাটর্সম ̈ান ি ̄úরিট।”
“পেনাল্টি গোল করতে না পারা আবার কেমুন, ে ̄úার্টসম ̈ান ি ̄úরিট?”
“ আরে. পেনাল্টি গোল করতে না পারা আর. ইচ্ছা করে. গোল না করা দুটো দু’ই জিনিস। এই যে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
সংবাদ সন্মেলনে বললেন, “তিন হাজার বছর ধরে. ইরোপ সারা বিশ্বে যে পাপ কাজ চালিয়েছে, তার জন ̈ তাদের. আগামী তিন হাজা বছর ধরে. ক্ষমা চাইতে হবে।”এটাই হলো ে ̄úার্টসম ̈ান ি ̄úরিট, সত ̈ কথা বলা, সঠিক কাজটা করা। আমাদেও কবি, প্রাবন্ধিক ও
সাহিতি ̈ক, চট্টগ্রামের বাসিন্দা, আবুল মোমেন স ̈ার, এই সত ̈ ভাষণের জন ̈ জিয়ান্নি ইনফান্তিনোকে ধন ̈বাদ জানাইছেন। কিন্তু যখন
আবুল মোমেন স ̈ারওে জিগাইলাম যে, স ̈ার পরের দেশের লোকের সত ̈ ভাষণের জন ̈ ধন ̈বাদ দিলেন, তয় আপনেরা সত ̈কথা কন না
ক ̈ান? আমার কথা শুইন্না কয় কি জানস?”
“কি কয়?”
“বলে উই ব ̈াডা, বুঝস না!! বি রোমান ইন রোম।্ কি আর করুম, রোমান ক ̈াথলীগগো বই কিন্না পড়তাছি, দেখি, রোমান হওয়া যায়
কিনা?”
“ এইডা শুইন্না আমারও একটা কথা মনে পড়ছে।”
“ না এমন কিছু না।”
“ আরে. ব ̈াডা ক’না?”
“শুনছিলাম কথাশিল্পী শওকত ওসমান শেষ বয়েসে দাড়ি রাখলে হে ̈র. বন্ধুরা জিগাইলো, কি হিজবুল তাহেরীতে যোগ দিবেন ন?ি কথাশিল্পী শওকত ওসমান নাকি, হাইস্সা উত্তর দিল,‘না, এত বছর চেষ্টা কইরা মানুষ হইতে পারি. নাই, এখন দেখি ছাগল ্হইতে পারি কিনা!”
“ আরে. বুঝলি এই সব দেবতার মত মানুষের কাতারে. আজ আমাদের. লিওনেল মেসি, যে ইচ্ছা করে. পেনাল্টি গোল দেয় না। বুঝলি
দেবতা, রে. দেবতা।”
“ কথায় যু৩ি থাকলেও মানতে পারলাম না। ইচ্ছা কইরা পেনাল্টিতে গোল দেয় না!!”