মা গো, আজ আমরা আবার ফিরে এসেছি – বহু কাঙ্খিত , বহু প্রত্যাশিত একখণ্ড ভালোবাসার জন্য ।

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা-বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা” কে উৎসর্গ করে  একটি কবিতা  ৷

মা, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের জীবনকে ভালোবাসা ;

মা গো, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের অস্তিত্ব ও ইতিহাসকে ভালোবাসা ;

মা, আমাদেরকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা ;

মা গো, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের সবরকম অধিকারকে ভালোবাসা ;

মা, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের জাতিয়তাবোধকে ভালোবাসা ;

মা গো, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের জাতীয় সঙ্গীতকে ভালোবাসা ;

মা, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের মনের সঙ্গীতকে ভালোবাসা ;

মা গো, আমাদেরকে ভালোবাসা মানে তোমাদের দেশের সর্বোচ্চ বিধান ‘সংবিধান’ কে ভালোবাসা ;

মা,আমাদেরকে ভালোবাসা মানে দরিদ্র নারী-পুরুষের সবরকম মানবিক ও মৌলিক অধিকারকে ভালোবাসা ;

মা গো, সর্বোর্পরি, আমাদেরকে ভালোবাসা মানে দেশকে ও দেশের মানুষগুলোকে পরিপূর্নভাবে ভালোবাসা ;

মা, আমাদেরকে ভালোবাসা মানে একটি দেশ, একটি দেশের সকল সোনার সন্তানদের ও তাদের প্রতিটি অবদানকে ভালোবাসা ৷

মা গো, আমাদেরকে ভালোবাসলে –কোথাও কোনো অনিয়ম থাকে না !

তাই তো বহুকাল পরে , হু……… বহুকাল পরে………

মা, মা গো,

আজ আমরা আবার ফিরে এসেছি বহু কাঙ্খিত , বহু প্রত্যাশিত একখণ্ড ভালোবাসার জন্য ,

যা থেকে তুমি – তোমরা আমাদের কেবলি বঞ্চিত করে রেখেছিলে এবং আজও রেখেছ ………!

আমরা এসেছি, হু ……………

আমরা এসেছি তোমার দ্বারে, তোমাদের দ্বারে – দ্বারে সেই একখণ্ড ভালোবাসার পাবার প্রত্যাশায় !

মা গো,

আমাদের এ অতৃপ্তিবোধ মোচন না হলে যে তোমার সন্তানেরা, তোমার আকাশ,বাতাস,মাটি মানসিকভাবে পরাধীন ,রুগ্ন আর জরাজীর্ণ হয়ে পরবে !

মা গো,

তোমার জন্যই তো আমাদের এ মহান আত্মত্যাগ !

দোহাই তোমার দেশ-মাতা !

আমাদেরকে আমাদের প্রাপ্য ভালোবাসা টুকু ফিরিয়ে দাও………দাও………দাও !

তবে সাবধান , আমাদের ভালোবাসতে গিয়ে

তুমি কিংবা তোমরা কোনোরকম নোংরা রাজনীতিতে জড়িয়ে পরো না যেনো ,

আমরা সকল রাজনীতির উর্ধ্বে…………………

তাহলে আমাদের আত্মারা সব কষ্ট পাবে !

আমাদের সকল অর্জন , আত্মত্যাগ পন্ড হবে !

ভালো থেকো মা !

 

 

ফারহানা আকতার

পরিচিতি: ফারহানা আকতার।পরিচালক ও সহযোগী অধ্যাপক, ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনষ্টিটিউট), বিশ্ববিদ্যালয় শিক্ষক,গবেষক,শিক্ষাবিদ ও লেখক ।

 

 

Share: