ভোলায় বিএনপিকর্মী আবদুর রহিম নিহতের ঘটনায় সোমবার (১ আগস্ট) সারা দেশে গায়েবানা জানাজা আয়োজনের ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩১ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
ফখরুল বলেন, আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে সোমবার ঢাকায় নয়া পল্টনে বেলা সাড়ে ১১টায় গায়েবানা জানাজা ও সারা দেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে৷ পরদিন (মঙ্গলবার) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, ভোলাতে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি আক্রমণে গুলি করে আবদুর রহিমকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী। সারা দেশের মানুষকে বিক্ষুব্ধ করেছে এ ঘটনা। সরকারের ফ্যাসিবাদি চরিত্র আবারও ফুটে উঠেছে।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদেরে আন্দোলন দমন করতেই নির্যাতন ও হত্যার পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা৷ যা কখনই সম্ভব নয়।
এ সময় এ ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি করেন তিনি।
ফখরুল বলেন, বিচারবিভাগীয় তদন্ত দাবি করি না, যেখানে বিচার নেই সেখানে এসব লাভ হয় না।
সারা দেশে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিলে বিএনপি-পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবদুর রহিম নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শহরের মহাজনপট্টি এলাকার এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম উপজেলার দক্ষিণ দিঘলধী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় ৭ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।